বগুড়া শাজাহানপুরে মোবাইল কোর্টের অভিযানে অর্থ এবং কারাদন্ড

লেখক:
প্রকাশ: 7 days ago

আব্দুল হান্নান

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া শাজাহানপুরের রহিমাবাদ সি ব্লক, এবং আড়িয়া বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে
মোট মামলা ৬ টি মামলা দায়ের করে জনাব জান্নাতুল নাইম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর,বগুড়া।

মোবাইল কোর্ট (২৯/১২/২০২৪ খ্রি.)
দুপুরঃ ০১:০০ ঘটিকা হতে বিকাল ৩:৪০ ঘটিকা পর্যন্ত।

১) অদ্য শাজাহানপুর উপজেলার রহিমাবাদ সি ব্লক নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে মো: আব্দুল মতিন (৭০) এবং মো: শাহীন (৩৮) মাদকদ্রব্য (গাজা) সেবনরত অবস্থায় ধৃত হন। তারা উপস্থিত সাক্ষীগণের সামনে তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে মোবাইল কোর্ট মো: আব্দুল মতিন (৭০) কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং মো: শাহীন (৩৮) কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করে।

২) শাজাহানপুর উপজেলাধীন আড়িয়া বাজার নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে মো: সাদিকুল ইসলাম(২০), মো: বেলাল হোসেন (৪৭), মো: রন্জু (২৪) ও মো: রাশিদুল (২০) মাদকদ্রব্য (গাজা) সেবনরত অবস্থায় ধৃত হন। তারা উপস্থিত সাক্ষীগণের সামনে তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে মোবাইল কোর্ট মো: সাদেকুল ইসলাম (২০) কে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, মো: বেলাল হোসেন (৪৭) কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, মো: রন্জু (২৪) কে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং মো: রাশিদুল ইসলাম (২০) কে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ ( একশত) টাকা অর্থদণ্ড প্রদান করে।

প্রসিকিউশনঃ মো: আলমগীর পাশা , পরিদর্শক এবং তাহিদুল আলম, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া “ক” সার্কেল, বগুড়া জেলা কার্যালয়, বগুড়া।

ফোর্স সহযোগিতায়: শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 
error: Content is protected !!