আব্দুল হান্নান
(বগুড়া জেলা প্রতিনিধি)
বগুড়া শাজাহানপুরে খরনা ইউনিয়নে স্বামী আবু জাফরের(৫০) মারধরে স্ত্রী মোছাঃ রেকসানা নিহত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত রোকসানাকে তার স্বামী আবু জাফর দীর্ঘদিন যাবৎ মারধর করতো। গত ২৬ নভেম্বর স্বামী আবু জাফর ব্যাপক মারধর করে। একদিন পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হয়। এরপর নিহত রোকসানা কে ডেলটা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান।
নিহতের ছোট বোন মিনু আক্তার বলেন, নিহতের স্বামী আবু জাফর এর আগেও অনেকবার নিহত রোকসানাকে মারধর করে এবং আবু জাফর মারধরের বিষয়টি পরিবারের কাছে শিকার করেন।
শাজাহানপুর থানার তদন্ত অফিসার মোঃ মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি তবে এলাকাবাসীর খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশের গায়ে মারধরের চিহ্ন পাই। আমরা নিহতের মরদেহটি পোস্ট মর্টেম করার জন্য থানায় নিয়ে যাবো। এ বিষয়ে থানায় কোনো মামলা না হলে সাকারবাদী মামলা করা হবে এবং পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।