মোঃ রবিউল হোসেন খান : খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর বিএনপি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ ডিসেম্বর সকাল ১১ টায় খুলনা মহানগর বিএনপি আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় তিনি বলেন, ভারতীয় উগ্রবাদী হিন্দুত্ববাদীদের দ্ধারা আগরতলায় বাংলাদেশি হাইকমিনে ভাংচুর ও জাতীয় পতাকা অবমাননার তিব্র প্রতিবাদ জানাচ্ছি। ফ্যাসিবাদ ভারতে বসে ষড়যন্ত্র করছে। আমরা বার বার বলেছি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সর্তক থাকতে হবে।আজকে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন " ইসকন" এর সমর্থকরা ভারতের আগরতলায় আমাদের বাংলাদেশ দুতাবাসে হামলা চালিয়ে ভাংচুর ও জাতীয় পতাকাকে পুড়িয়ে অবমাননা করেছে।ভারতের সকল মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে বিষদগার করছে।আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগুলোকে মোকাবেলা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে ভারত কখনো বাংলাদেশের ভাল চাই না।আর সেই কারনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে।ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের সাধীনতা সার্বভৌমত্ত্ব শহীদ জিয়ার পরিবার যেমন গ্যারান্টি দেয়, তেমনি বাংলাদেশের সাধীনতা সার্বভৌমত্ত্বের মধ্যে দিয়ে এদেশের অস্থিস্ত ইনশাআল্লাহ টিকে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু,মো: আলী হোসেন,স ম আব্দুর রহমান, জিয়াউল ইসলাম জিয়া,রেহানা ঈসা,এ্যাড: নুরুল হাসান রুবা শেখ সাদী সহ বিএনপির বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি মহানগর বিএনপির কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় হতে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মিরা ভারতে বাংলাদেশের দুতাবাসে আক্রমণ চালানো ও ভাংচুর করার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।সাথে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন " ইসকন" কে বাংলার মাটি থেকে নিষিদ্ধের দাবিতে শ্লোগান দেয়।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।