বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

লেখক:
প্রকাশ: 4 weeks ago

শেখ ইকরামুল হক (কলারোয়া প্রতিনিধি সাতক্ষীরা):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় অন্যান্যের মধ্যে  সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের  মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী,  জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাহবুব আলম, শহর আমীর জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর জামায়াতের  সেক্রেটারী খোরশেদ আলমসহ শাতাধিক গণমাধ্যম কমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয়  মাঠে দুপুর ২ টায় শুরু হবে সাতক্ষীরা জামায়াতের কর্মী সম্মেলন। সমাবেশে  লক্ষাধীক  কর্মী অংশ নেবেন। সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, বিগত ৫ আগস্ট ২৪ এর ছাত্র—জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। দেশে নানা বিষয়ে সংস্কারের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকার, দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিগত দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৩ বছরে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। দেশবাসি স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে একটি ফ্যাসিবাদি সরকার জগদ্দল পাথরে মত জাতির ঘাড়ে চেপে বসেছিল। এসময় বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদীর ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির আদেশ ও পরবর্তিতে আমৃত্যু জেল এবং কারাগারেই তার শাহাদাত বরণ, দেশব্যপী গণহত্যা, খুন, গুম, কথিত আয়নাঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করে পৈশাচিকতার চরম পরাকাষ্ট দেখানো হয়েছে। পাশাপাশি ২০১৪, ২০১৮, ২০২৪ ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে উপেক্ষা করে একগুয়েমী, দাম্ভিকতা ও স্বৈরাচারীভাবে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে।

এই কালো অধ্যায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রায় ৩৬ জন নেতা—কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নয়শতাধিক মামলায় লক্ষাধিক নেতা—কর্মীকে আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তিন শতাধিক বাড়ি—ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। গত জুলাই—আগস্টের ছাত্র—জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে। প্রায় দেড় যুগ পরে আমরা সাতক্ষীরার আপমর জনতার পাশাপাশি সাংবাদিক বন্ধুদের নিয়ে আপনাদের প্রিয় প্রেস ক্লাবে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছি।

সুপ্রিয় সাংবাদিকবৃন্দ ও সচেতন সাতক্ষীরাবাসীঃ এমতপ্রেক্ষিতে আমরা আপনাদের জানাচ্ছি যে, আগামী ৩০ নভেম্বর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম ডা. শফিকুর রহমান সাতক্ষীরা সফর করবেন। এ সফর উপলক্ষে ৩০ নভেম্বর সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ এবং মোসলেমা আদর্শ একাডেমীর ময়দানে রুকন (সদস্য) সম্মেলন এবং দুপুর ২.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পরে এ ধরনের উন্মুক্ত সম্মেলন জেলা জামায়াতে ইসলামী আয়োজন করতে পারায় সাতক্ষীরাবাসির মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা করি, কর্মী সম্মেলনে লক্ষাধিক নেতা—কর্মীর সমাবেশ ঘটবে।

এমতাবস্থায় উক্ত প্রোগ্রাম সফল বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাতক্ষীরা পৌরসভা, সাংবাদিক বন্ধুগণ, পরিবহন সেক্টরের দায়িত্বশীল ও শ্রমিকবৃন্দ তথা সমগ্র সাতক্ষীরাবাসিকে সার্বিক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

 
error: Content is protected !!