বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান মহোদয় জে,জে,আই ও কার্পেটিং জুট মিল পরিদর্শন

লেখক:
প্রকাশ: 1 week ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা: বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান মহোদয় জে,জে,আই ও কার্পেটিং জুট মিল পরিদর্শন করেছেন।আজ ১৫ ডিসেম্বর দুপুর আনুমানিক ২ টায় বিজেএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো : কবির উদ্দিন সিকদার ( এনডিসি,পিএসসি) জে,জে,আই ও কার্পেটিং মিল গুলো সরজমিনে পরিদর্শন করেন। এসময় বিজেএমসি চেয়ারম্যান জে,জে,আই ও কার্পেটিং মিলের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় সহ মিলের বেসিন সেকশন পরিদর্শন করেন। মিল গুলো বর্তমানে কি অবস্থায় আছে, বিজেএমসি কতজন কর্মকর্তা, কর্মচারী রয়েছেন,তাদের মাসিক খরচ, আয়, ব্যায় সহ মিলগুলো কতটুকু জায়গায় জুড়ে আছে, এ বিষয়ে কর্মকর্তাদের নিকট বিস্তারিত শোনেন। এ সময় তিনি কর্মকর্তা,কর্মচারীদের কাজ গুলো সততা, নিষ্ঠা ও গুরুত্বের সাথে পালনের উপর গুরুত্বারোপ করেন। এ সময় চেয়ারম্যান মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন, প্রধান মুখ্য কর্মকর্তা বিজেএমসি নাসিমুল ইসলাম, খুলনা জোন সমন্বয়কারী গোলাম রব্বানী, জে, জে,আই জুট মিল প্রকপ্ল প্রধান কালাম মল্লিক, কার্পেটিং জুট মিল প্রকপ্ল প্রধান আহম্মদ হুসাইন, ক্রিসেন্ট মিল প্রকপ্ল প্রধান কামরুল ইসলাম সহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।জে,জে,আই ও কার্পেটিং মিল পরিদর্শনের সময় বিজেএমসি চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচছা জানান, জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি আহবায়ক মো : শমশের আলম, জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সহ সম্পাদক সিরাজুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমান, জেজেআই জুট মিল সাবেক সিবিএ সহ সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সি,বি,আর সাবেক শ্রমিক নেতা গফফার তরফদার, ওমর আলী, সালেক হোসেন, মুজাহিদ ইসলাম, ক্রিসেন্ট জুট মিল শ্রমিক নেতা শামিম আহম্মেদ,সেলিম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা স্যামন,মো: আলামিন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বিজেএমসি চেয়ারম্যান মহোদয়কে পাটকল গুলো রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু,লিজ প্রথা বাতিল সহ শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান। বিজেএমসি চেয়ারম্যান মহোদয় শ্রমিক নেতৃবৃন্দের কথা গুরুত্বসহকারে শোনেন।এর আগে বিজেএমসি চেয়ারম্যান দুই দিনের সফরে খুলনা আসেন পাটকল গুলো সরজমিনে পরিদর্শনের জন্য। আজ সকাল ১০ টায় খুলনা সফরের দ্ধিতীয় ও শেষ দিনের কর্মসুচি অনুযায়ী তিনি দৌলতপুর জুট মিল, খালিশপুর জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, আলিম ও ইস্টার্ন জুট,জেজেআই, কার্পেটিং জুট সরজমিনে পরিদর্শন করেন।মিল গুলো পরিদর্শনকালে চেয়ারম্যান মহোদয়ের কাছে পাটকল গুলো চালুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঢাকায় ফিরে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ে উপদেষ্টাকে মিল গুলোর বর্তমান অবস্তা সম্পর্কে জানানো হবে। তিনি সরজমিনে যা দেখেছেন বস্ত্র ও পাট উপদেষ্টাকে জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

 
error: Content is protected !!