মোঃ রবিউল হোসেন খান: খুলনা : বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান মহোদয়ের সাথে প্লাটিনাম ও স্টার জুট মিল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় স্টার জুট মিল প্রক্লপ প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল কবির উদ্দিন সিকদার।এ সময় তিনি প্লাটিনাম ও স্টার জুট মিল কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিল দুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান।সভায় কর্মকর্তাবৃন্দ মিল দুটি বর্তমানে কি অবস্থায় আছে বিজেএমসির চেয়ারম্যান মহোদয়কে এ সম্পর্কে অবগত করেন। এ সময় চেয়ারম্যান মহোদয় মিল দুটির বর্তমান অবস্থা,মিল দুটিতে বিজেএমসির কতজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন,তাদের মাসিক খরচ ও মিল দুটি কতটুকু জায়গা জুড়ে রয়েছে এ সম্পর্কে জানতে চাইলে প্লাটিনাম ও স্টার জুট মিলের প্রকপ্ল প্রধানগন তাকে বিস্তারিত জানান।মতবিনিময় সভায় বিজেএমসির চেয়ারম্যান মিল গুলোতে কর্মে নিয়োজিত কমকর্তা, কর্মচারীদের নিজ নিজ দপ্তরে দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন।মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, প্রধান মুখ্য কর্মকর্তা বিজেএমসি নাসিমুল ইসলাম, বিজেএমসি খুলনা জোন সমন্বয়কারী গোলাম রব্বানী, স্টার জুট মিল প্রক্লপ প্রধান আবুল কালাম, প্লাটিনাম মিল প্রকপ্ল প্রধান মুরাদ হোসেন। সভা শেষে বিজেএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কবির উদ্দিন সিকদারের কাছে এ প্রতিবেদক মতবিনিময় সভা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আমি ১০ দিনের মত হয় বিজেএমসিতে যোগদান করেছি। পাটকল গুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে আমি খুলনাতে সরেজমিনে মিল গুলো পরিদর্শন করতে এসেছি।আজ প্লাটিনাম ও স্টার এ দুটি মিলের কর্মকর্তাদের সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় হয়েছে। খুলনার বাকী পাটকল গুলো আগামী দিন সরেজমিনে পরিদর্শন ও সভা শেষে বিস্তারিত তথ্য পরে জানানো হবে ও আপনারা পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন।এর বেশি তিনি জানান নাই।এর আগে আজ সকাল ৮ টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্য বিজেএমসি চেয়ারম্যান মহোদয় খুলনার পাটকল গুলো সরজমিনে পরিদর্শনে আসেন। এ সময় তিনি সরাসরি প্লাটিনাম জুবলী জুট মিল গেটে পৌছালে প্লাটিনাম জুবলী জুট মিলের শ্রমিক নেতৃবৃন্দ ব্যানার সহ মিলগেটে দাড়িয়ে ছিলেন। পরে চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচছা জানান ও তাদের দাবির বিষয় গুলো চেয়ারম্যান মহোদয়কে মৌখিক ভাবে অবগত করেন।এ সময় তিনি ধৈর্য সহকারে শ্রমিকদের দাবি গুলো শোনেন। পরে তিনি মিল পরিদর্শনে যান।প্রসঙ্গত রাস্ট্রিয় পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি নেতৃবৃন্দ দীর্ঘ দিন যাবৎ ২৫ টি পাটকল রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু,লিজ প্রথা বাতিল ও শ্রমিকদের যাবতীয় বকেয়া পাওনা পরিশোধের দাবীতে আন্দোলন, সংগ্রাম করছেন। এরই ধারাবাহিকতায় কিছুদিন পুর্বে ঢাকাতে বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কবির উদ্দিন সিকদার মহোদয়ের সাথে জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ সাক্ষাত করেন।সাক্ষাতে তারা রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় ২৫ টি পাটকল চালু, লিজ প্রথা বাতিল সহ শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবী জানান। পাশাপাশি পলিথিন নিষিদ্ধ হওয়ায় পাট পন্যর ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে রয়েছে ও পাটকল চালু করে বৈদেশিক মুদ্রা অর্জন সহ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে শ্রমিক নেতৃবৃন্দ আলাপকালে বিজেএমসি চেয়ারম্যান মহোদয়কে অবগত করেন। এ সময় চেয়ারম্যান মহোদয় শ্রমিক নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন, পরে তিনি বলেন, আংশিক ভাবে কিছু পাটকল চালু করা হবে ও শ্রমিকদের পাওনা দাবি যৌক্তিক হলে তা বিচেচনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা,সহ সভাপতি স,ম, জামাল হোসেন, সহ সম্পাদক দীন মোহাম্মদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শমশের আলম, প্রচার সম্পাদক ওমর ফারুক প্রমুখ। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি আহবায়ক মো: শমশের আলম।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।