ক্যাম্পাস প্রতিনিধি
প্রথমবারের মতো সরকারি বাঙলা কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে। বাঙলা কলেজ একাউন্টিং এসোসিয়েশনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি বাঙলা কলেজের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.মো:গোলাম রাব্বানী, সহযোগী অধ্যাপক মো:জামান রিজভী, কামরুন নাহার, সোলায়মান আহম্মদ সিরাজী।এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ একাউন্টটিং এসোসিয়েশন এর সদস্যবৃন্দ ও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টায় সরকারি বাঙলা কলেজ অডিটোরিয়ামে রম্য বির্তক প্রতিযোগিতা এবং হিসাব বিজ্ঞান দিবস উপলক্ষে আন্ত:বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের ট্রফি প্রদান করা হয়। রম্য বিতর্ক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ঢাকা জেলা, ২য় স্থান অধিকার করেন সিলেট জেলা ও ৩য় স্থান অধিকার করেন ময়মনসিংহ জেলা। ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী দল হিসাবে বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের স্বাধীনতা ২.০ এবং রানার্স আপ ২য় বর্ষের মাইটি২৫। শিক্ষার্থীরা জানান, প্রথম বারের মত সরকারি বাঙলা কলেজে হিসাব বিজ্ঞান দিবস উদযাপন করতে পারায় তারা খুব আনন্দিত। প্রতি বছর যেন এই দিবসটি সরকারি বাঙলা কলেজে উদযাপন করা হয় এমনটা প্রত্যাশা শিক্ষার্থীদের
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।