বিদায়ী কমিশনারকে মোংলা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা

লেখক:
প্রকাশ: 1 day ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা : বিদায়ী কমিশনারকে মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশর নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানিয়েছেন। কাস্টমস হাউজ মোংলার বিদায়ী কমিশনার এ কে এম মাহাবুব রহমানকে ফুলেল শুভেচছা জানিয়েছেন মোংলা কাস্টম এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আজ সকালে কাস্টমস হাউজ মোংলায় অ্যাসোসিয়েশনের নবগঠিত নির্বাহী কমিটির সভাপতি মোঃ মাহমুদ আহসান টিটোর নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাধারণ সম্পাদক মো: সরোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিদায়ী কাস্টম কমিশনারকে তার কার্যকালে গতিশীল নেতৃত্বে সরকারের রাজস্ব আহরনে অগ্রনী ভুমিকা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।

 
error: Content is protected !!