রাজধানীর কাফরুলে বিএনপি নেতাদের ভিতরে সব থেকে বেশি জন বন্ধব ও সমাজ সেবা মূলক কাজে জড়িয়ে আছে বিশিষ্ট রাজনিতীবিদ সমাজ সেবক ও জন দরদী বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল ও মোহাম্মদ রানা। তারা গত ১৬ বছর বিগত সরকারের আমলে সমাজ সেবা মূলক কাজ করার কারনে বিগত সরকারের রোসানলে পড়তে হয়েছে তাদের বারবার। বহুবার মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন রাজনৈতিক ভাবে। তার পর ও তারা কোন ভাবে সমাজ সেবা ও রাজনীতি থেকে সরে দাড়ান নাই। রাজনীতি যেন তাদের কাছে মাটি ও মানুষের প্রাণ হয়ে দাড়িয়েছে।
তারা তাদের নেতা যুবকদের আইডল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সহ সিনিয়র নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক যুগ্না আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি, কাফরুল থানা বিএনপির আহবায়ক একরাম বাবুল এর আদর্শ কে বুকে লালন করে এই সমাজ সেবা মূলক কাজ করে চলেছে বলে জানতে পারি।
আগামী দিনে ও তারা দেশে মানুষের পক্ষে ও জন গনের সেবায় যে কোন সেবা মূলক কাজ করবেন ও সুখে দুংখে প্রত্যেক টি মানুষের পক্ষে কাজ করবেন বলে জানতে পারি। ৫ আগষ্টের আগে যে গণ বিক্ষোপ এর মাধ্যেমে বিগত সরকার এর পতন হয় সে সময় ও ছাত্র জনতার পক্ষে কাজ করে এই বিজয়ে তাদের ভুমিকা অপরিসিম। বিএনপি নেতা কর্মীদরে জনসেবা মূলক কাজ কর্মে সাধারন জনগন ও এলাকাবসী খুবি খুশি। সাধারন জনগণ ও এলাকাবাসী আশা করেন তাদের এই জনবান্থব কার্যক্রম ও সমাজ সেবা মূলক কাজ যেন তারা চালিয়ে যান। ও আগামী নির্বচনে ও এলাকাবাসী তাদের কে দেখতে চাই।