আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভূটান থেকে পাথরের আমদানী মূল্য ১৬ ডলার থেকে কমিয়ে ১৫ ডলার করার দাবীতে সংবাদ সম্মেলন করেছে বুড়িমারী স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকার সময় এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে । লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছী , তিনি বলেন, রকমভেদে পাথরের আমদানী মূল্য ১৫, ১৪ ও ১০ ডলারের বেশী হলে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। প্রতিযোগিতা মূলক বাজারে টিকতে পাথরের উল্লেখিত আমদানী মূল্য করার দাবী জানান তিনি। অন্যথায় আগামী ১ লা ফেব্রুয়ারী থেকে সকল প্রকার পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব আমির হামজা, সিনিয়র সহ-সভাপতি জাকির সাদেক সওদাগর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট
০১৭৩৭০৩৩২৯৫
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।