বৈষম্য বিরোধীর পক্ষ থেকে সংবর্ধনা

লেখক:
প্রকাশ: 2 months ago

 

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়াম, ভবনে মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন মেডিক্যাল কলেজে চান্স পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সভায় উপস্থিত সকলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলার সকল শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

পুলিশ সুপার মহোদয় বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের কোন রকম সমস্যা কিংবা সংকটে সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকবেন বলে জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. মোজাম্মেল হাসান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), জামালপুর; প্রফেসর মোঃ হারুন অর রশিদ (অধ্যক্ষ), সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর; আবু ফয়সল মোঃ আতিক,অফিসার ইনচার্জ, জামালপুর সদর থানা; মোঃ আশরাফুল ইসলাম বুলবুল, এমডি,হযরত শাহজামাল (র:) জেনারেল হাসপাতাল (লি:); এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থী ও তাদের পরিবারের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

 
error: Content is protected !!