অবৈধ ভাবে ভারতে পালানোর সময় সাবেক ভুমি মন্ত্রী ও খুলনা- ৫ আসনের সংসদ নারায়ণ চন্দ্র চন্দ কে আটক করেছে বিজিপি।রোববার ৬ অক্টোবর রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজিবি জানায়,অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভুমি মন্ত্রীকে আটক করা হয়েছে। দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভুমি মন্ত্রনালয়ের দায়িত্ব পান খুলনা - ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর 'আগে ২০০৮,২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী হিসেবে শপথ নেন।কিছু দিন পর মৎস্য প্রানী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ঐ মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন। এর আগে ৯৬ সালে আওয়ামী লীগ ২১ বছর পর
ক্ষমতায় আসার পর খুলনা- ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রবীন নেতা সালাউদ্দিন ইউসুফ। পরে তিনি সরকারের সাস্থ্য মন্ত্রী হিসেবে তিন বছরের কিছু সময় দায়িত্ব পালন করেন।পরে অসুস্থ হলে তাকে ঢাকার বার্ডেম হাসপাতালে ভর্তি করা হয়।তখন তিনি দপ্তরহীন মন্ত্রী হিসেবে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পর এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সাবেক এই মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।