ইবি প্রতিনিধি
সুবংকর রায় (শুভ)
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে গ্রীণ ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলায়’ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে গ্রীণ ভয়েস, ইবি শাখার সভাপতি ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মিলন এবং অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রশাসন ভবন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করে।
আনন্দ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলায়’ সমবেত হয়। পরবর্তীতে সেখানে তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
উল্লেখ্য, শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।