মোঃ মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
১৬ ডিসেম্বর ২০২৪
————————————-
কুষ্টিয়া জেলার সদর উপজেলার ১১ নং আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া- ৩ আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজয়ের ৫৩ বছর পরে ২০২৪ সালের স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ বিজয়ের নতুন স্বাদ গ্রহণ করেছে। তিনি এই বিজয়কে অব্যাহত রাখতে এদেশের যুব সমাজ কে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মাদক এবং নেশাজাত দ্রব্য পরিহার করতে হবে। ১৯৭১ সালের রক্তের বিনিময়ে অর্জিত শহীদদের আত্মত্যাগ অনুসরণ করে বাংলাদেশকে বাংলাদেশকে বিশ্বের মাঝে একটি সুসংগঠিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেছেন, লাখো কোটি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকায় আর যেন কোন হায়েনার দল ছোবল দিতে না পারে। এবিষয়ে আমাদের বাঙালি জাতিকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ লিয়াকত আলী বিশ্বাস,যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, রিয়াজউদ্দিন। ১১ নং আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোজাক্কির রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস,ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মনিরুল ইসলাম,সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন,কুষ্টিয়া সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম,১১ নম্বর আব্দালপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শিপন খান সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এরপর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানোয়ার হোসেন।