মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন বশেমুরবিপ্রবির নেতৃত্বে জুবায়ের, জনি

লেখক:
প্রকাশ: 4 weeks ago

 

হাবিবুর রহমান বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন, বশেমুরবিপ্রবির নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ জুবায়ের রহমান সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আলম জনি।

আজ ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সাবেক কমিটির সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। ইংরেজি বিভাগের প্রভাষক শাউলী সরকার কে উপদেষ্টা করে ৪০ সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ জুবায়ের রহমান সৌরভ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন এমন একটি সংগঠন যেটি আসলে একটি পরিবারের মতো। আমাদের এই সংগঠনটি বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত মানিকগঞ্জ জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে একটা আবেগের জায়গা। মানিকগঞ্জের সবাই যখন একসাথে হই তখন মনে হয় যেন নিজ এলাকাতে আছি। কখনো মনে হয়নি যে আমরা আলাদা কেউ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব আলম জনি বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান প্রত্যাশা ও প্রতিজ্ঞা হলো আমরা সকলে মিলে একটি কার্যকর, সংগঠিত এবং শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তুলব ইনশাল্লাহ। আমার এই প্রত্যাশা বাস্তবায়িত করতে সকলেই আমার পাশে থাকবেন এই আশায় রাখছি।

 
error: Content is protected !!