মির্জাপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অফিসারের কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: 4 days ago

মো:কামরুল (উপজেলা প্রতিনিধি মির্জাপুর)
টাঙ্গাইলের মির্জাপুরে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রান তহবিল হতে প্রাপ্ত কম্বল , শীত নিবারণের জন্য উন্মুক্ত রাস্তার পাশে শুয়ে থাকা গরিব দুঃখী দিনমজুর মানুষের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী ভূমি অফিসার
গত বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে, উপজেলার কৃষি অফিসের বারান্দা বাস স্ট্যান্ডে উন্মুক্ত রাস্তার পাশে এবং যাত্রী ছাউনির নিচে শুয়ে থাকা মানুষের মাঝে কম্বল বিতরণ করেন |
চলতি মৌসুমে উত্তরাঞ্চল থেকে কাজের উদ্দেশ্যে দিনমজুর আসে মির্জাপুর ও পাশ্ববর্তী এলাকায় সারাদিনের কাজ শেষে তারা রাতে এসে কৃষি অফিসের বারান্দা স্ট্যান্ডের উন্মুক্ত জায়গায় রাত্রি যাপন করে | তাদের কষ্টের কথা চিন্তা করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এ বি এম আরিফুল ইসলাম, ও সহকারী কমিশনার (ভূমি), মাসুদুর রহমান | মাননীয় প্রধান উপদেষ্টার প্রাণ তহবিল হতে প্রাপ্ত, ২০০ কম্বল বিতরণ করে | উপজেলা নির্বাহী কর্মকর্তা, এ বি এম আরিফুল ইসলাম, জানান দিনমজুর ও গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করে অনেক শান্তি লাগছে | তিনি আরো বলেন এই মানবিক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করব |

 
error: Content is protected !!