মোঃ কামরুল(মির্জাপুর উপজেলা প্রতিনিধি)
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ৭টি ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার বাহিনী ও ভিভিন্ন গনম্যাধ্যম |
জানা যায়,বৃহস্পতিবার(৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকায় গড়ে তোলা ৭ অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ভেঙে দেয়া হয়।ইটভাটাগুলো হলো; বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস, সনি ব্রিকস, রান ব্রিকস।
ইটভাটা গুলো এই বছর ইট উৎপাদন শুরু করেছিলো।কিন্তু তাদের কাছে পরিবেশ অধিদপ্তরের ছারপত্র না থাকায় গত (১২ ডিসেম্বর)২০২৪ইং অভিযান পরিচালনা করে ইটভাটা গুলোকে মোট ২৪ লক্ষ টাকা অর্থদণ্ড ও বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। তবে এমন নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় চলছিলো ইটভাটাগুলো।আজ( ৯ই জানুয়ারি) বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ভেঁকু দিয়ে স্থায়ীভাবে চিমনি ভেঙে দেয়া হয় ও বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন,সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান অবৈধ ইটভাটা বন্ধে তাদের অভিযান চালিয়ে যাবে |
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।