মোঃ রবিউল হোসেন খান : খুলনা :
মোংলা বন্দরের চেয়ারম্যানের সহিত খুলনার পুলিশ কমিশনারের সৌজন্যে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে। আজ ২৮ নভেম্বর সকাল বেলা মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, এনইউপি,এনডিসি,এনসিসি,পিএসসি’র সাথে ( কেএমপি) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার সৌজন্যে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা পরস্পর উঞ্চ অভ্যর্থনা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। এ সময় মোংলা বন্দর কতৃপক্ষের সদস্য ( হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মাদ কিবরিয়া হক(ট্যাজ),পিসিজিএম,পিডিজিএমএস,এএফডব্লিউসি,পিএসসি, বিএন এবং কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স) অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এ্যান্ড অপারেশন্স)আবু রায়হান মোহাম্মাদ সালেহ সহ বিভিন্ন পদপর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।