যুবদল নেতা মানিক হত্যা মামলায় দুই ভাই গ্রেফতার

লেখক:
প্রকাশ: 3 months ago

 

মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর ২১ নং ওয়ার্ড যুবদল নেতা মানিক হাওলাদার হত্যা মামলায় দু ভাইকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে তাদের বাগেরহাট জেলার একটি বাসস্টান্ড থেকে গ্রেফতার করা হয়। এর আগে ২২ জানুয়ারি হত্যাকান্ডের বিষয়ে ২১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: আবু সাঈদ বাদি হয়ে ৮ জন আসামীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আর ৪/৫ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া দুজন আসামী হলেন, রেলওয়ে লোকো কলোনী এলাকার জনৈক শাহাজাহান হাওলাদারের দু ছেলে মেহেদী ও সম্রাট হাওলাদার। এর আগে স্থানীয়রা এ মামলার অপর দু আসামী সাজ্জাদ হাওলাদার ও তুলিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করে। র‍্যাবের একটি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ২১ নং ওয়ার্ড যুবদল নেতা মানিক হত্যার দু আসামী মেহেদী ও সম্রাট হাওলাদার বাগেরহাটে অবস্থান করছে।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা বাস যোগে নড়াইল পালিয়ে যাওয়ায় ব্যার্থ হয়।তাদের গ্রেফতার করে বাগেরহাট থেকে র‍্যাব কার্যালয়ে আনা হয়।হত্যাকান্ডের ব্যাপারে তারা র‍্যাবের কাছে সীকার করেছে।এদিকে যবদল নেতা মানিক হত্যা মামলায় বিএনপি সভাপতি উল্লেখ করেছেন ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর এজাহারে উল্লেখিত আসামীরা এলাকায় মাদক বিকিকিনি সহ বিভিন্ন প্রকার অসামাজিক কর্মকান্ডের এবং অপরাধমুলক কর্মকান্ডের জন্য জনৈক মিলন হাওলাদার আসামীদের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় যুবদল নেতা মানিক আসামীদের বিরুদ্ধে সাক্ষী এবং রাজনৈতিক ভিন্ন মতাদর্শের কারনে হত্যার হুমকি দিচ্ছে।তখন ২১ নং ওয়ার্ড বিএনপি সভাপতিকে জানালে মানিককে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। আসামী কর্মকান্ডের বিরোধীতা করায় যুবদল নেতা মানিককে হত্যার পরিকল্পনা করে তারা।পরিকল্পনা অনুযায়ী ২০ জানুয়ারী সকাল ১১ টার দিকে পুরাতন রেল কলোনী রেল মসজিদের পেছনে শাহীনের ভাড়া বাড়ি সংলগ্ন রাস্তায় মানিক স্ত্রী ও কন্যাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে পুর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্য ঘিরে ফেলে।মানিক আত্মরক্ষার উদ্দেশ্য রাজনৈতিক সহকর্মি রুবেলকে ফোন দেয়।এর আগে তাকে হত্যার উদ্দেশ্য মেহেদীর হাতে থাকা ধারালো চাকু দিয়ে মানিকের বুকে ও সম্রাটের চাকু দিয়ে পেটে আঘাত করে।পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাদেরও ধাওয়া করে কিন্তু পরে এাকাবাসীর সাথে পেরে না ওঠায় অন্য আসামীরা পালিয়ে গেলেও সাজ্জাদ ও তার বোন তুলি ঘটনাস্থল হতে পালাতে পারেনি। পরবর্তীতে মানিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকায় নেওয়ার প্রস্তুতি কালে মৃত্যু বরন করেন।

 
error: Content is protected !!