যেকোনো দাবি আদায়ের লক্ষ্যে ইবির প্রধান ফটক বন্ধে নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: 8 hours ago

শুভ, ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে কোন দাবি আদায়ের জন্য প্রধান ফটক বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

আজ রবিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা ও ক্যাম্পাসে ক্রীয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভার ২নং সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের যে কোন যৌক্তিক দাবী আদায়ের ক্ষেত্রে প্রাথমিকভাবে ছাত্র-উপদেষ্টার সাথে যোগাযোগ করতে হবে। যে কোন দাবী আদায়ের জন্য কোনভাবেই ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করা যাবে না।

 
error: Content is protected !!