রাজগঞ্জে বিজয় দিবস উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 weeks ago

মোঃ আল ইমরান, রাজগঞ্জ অফিস :

যশোরের মনিরামপুর উপজেলা রাজগঞ্জ বাজার জিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তন হলে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে  ২৬/১২/২০২৪ ইং তারিখ বিকাল ৪.০০ ঘটিকায়  ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস  উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কুইজ প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা অনেক শিক্ষার্থীবৃন্দ  অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জনাব মোঃ মুতাছিম বিল্লাহ, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু বক্কর, প্রভাষক,নড়াইল সরকারি মহিলা কলেজ নড়াইল, জনাব মোঃ সোহাগ হোসেন খান, প্রভাষক, কানিজ ফাতিমা গার্লস স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ, অ্যাডভোকেট অহিদুজজামান,  যশোর জেলা আইনজীবী সমিতি, এস এম ফেরদৌস ওয়াহিদ বকুল,  সাবেক সহ সংগঠনিক সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আলমগীর হোসেন লাচ্চু,  আহবায়ক বিজয় দিবস ২৪ উদযাপন কমিটির রাজগঞ্জ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব ফিরোজ আহমেদ, সম্মানিত সদস্য মনিরামপুর উপজেলা ছাত্রদল।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান  অধিকার করেছেন, মোঃ জাহিদ হাসান, সমাজবিজ্ঞান, রাজশাহী বিশ্ববিদ্যালয়,  দ্বিতীয় স্থান অধিকার করেছেন সুমাইয়া ইয়াসমিন সুমা, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়,  তৃতীয় স্থান অধিকার করেছেন মোঃ বুরহান উদ্দীন, চতুর্থস্থান অধিকার করেছেন, মোঃ সালমান, একাদশ শ্রেণি, মণিরামপুর ডিগ্রী কলেজ, পঞ্চম স্থান অধিকার করেছেন মোঃ নাছির উদ্দীন, দ্বাদশ শ্রেণি রাজগঞ্জ ডিগ্রী কলেজ।

শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 
error: Content is protected !!