মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী জেলার বাঘা থানাধীন খানপুর গ্রাম হতে ১৩ ডিসেম্বর রাত ০৮:০৫ টায় দুইজন মাদককারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মোঃ সোহেল রানা (৩০) ও মোঃ মামুন মন্ডল (৩৫)। মোঃ সোহেল রানা নাটোর জেলার লালপুর থানার নওপাড়া গ্রামের মোঃ সাপাত আলীর পুত্র এবং মোঃ মামুন মন্ডল রাজশাহী জেলার বাঘা থানার চানপুর গ্রামের মৃত হক আলী মন্ডলের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান ফোর্স-সহ ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০৭.৩০ টায় বাঘা থানাধীন বেংগাড়ি বাজারে ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন খানপুর গ্রামস্থ জেপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান ফোর্স-সহ ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ০৭.৪৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:০৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ সোহেল রানার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা বাজারের ব্যাগ হতে ৪৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে এবং অভিযুক্ত মোঃ মামুন মন্ডলের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে হতে ০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ সোহেল রানা এবং মোঃ মামুন মন্ডলের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘাথানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।