রাজশাহী গোদাগাড়ীতে ফেনসিডিলসহ গ্রেফতার -২

লেখক:
প্রকাশ: 2 weeks ago

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের শাকপাল এলাকায় শুক্রবার(২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ ২ যুবককে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের মোঃ মালিকুল ইসলামের ছেলে মোঃ আকাশ আলী(২১) আরেকজন হলেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালচি গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ আকাশ আলী(২৫)।

পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মাটিকাটা ইউনিয়নের কিসমত শাকপাল কাঁচা রাস্তার পাশে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করে। ফেনসিডিল উদ্ধার করে আলামতসহ ২ জনকে থানায় হেফাজতে নিয়ে আসা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 
error: Content is protected !!