রাজশাহী পুঠিয়া উপজেলায় ফসলি জমিতে পুকুর খননের কাজ চলছে

লেখক:
প্রকাশ: 1 week ago

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের হিন্দুপাড়া গড়াগাছি বিলে ফসলি জমি নষ্ট করে চলছে অবৈধ পুকুর খনন। ৩৫ থেকে ৪০ বিঘা ফসলি জমি নষ্ট করে পুকুর খননের অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

ফসলি জমিতে এভাবে অবাধে পুকুর খনন করা হলেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না স্থানীয় অসহায় কৃষকরা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, আমাদের এইসব জমিতে অনেক ভালো ধান পাট ভুট্টা হতো কিন্তু তারা এসব জমি কৃষকদের বেশি টাকার লোভ দেখিয়ে কৌশলে তাদের কাছে থেকে হাতিয়ে নিয়ে পুকুর খনন করছে। এতে আমাদের যেমন কৃষি জমি কমে যাচ্ছে অন্যদিকে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আমরা প্রানের ভয়ে তাদের কিছু বলার সাহস পাচ্ছিনা।

এবিষয়ে পুঠিয়া উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, গোড়াগাছি বিলে ফসলি জমিতে পুকুর খননের তথ্য পাওয়ার পর থানা পুলিশ সাথে নিয়ে সেখানে আমরা অভিযান চালায়। কিন্তু আমাদের উপস্থিতি টের পুকুর খননকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে আমরা গাড়ির বেট্যারি জব্দ করে নিয়ে আসি। ফসলি জমিতে পুকুর খনন বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 
error: Content is protected !!