রাজশাহী বাঘাতে পুকুর খননে ৫০ হাজার টাকা জরিমান

লেখক:
প্রকাশ: 2 weeks ago

মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ভ্রামক্যমান অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাডা গ্রামে ৫ বিঘা ৩ ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খাননের দায়ে প্রাথমিক সতর্ক আর্থিক জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রম্যমান আদালতের ম্যাজিস্ট্যাট সাবিহা সুলতানা ডলি রাস্ট্রীয় ভূমি আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বাঘা পৌর এলাকার বলিহার হাজীপাড়া গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে মোঃ মাইনুল ইসলাম কে অবৈধ পুকুর খননের দায়ে ভূমি আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এ্যাক্জুকেটিভ ম্যাজিস্ট্র্যাট সাবিহা সুলতানা ডলি বলেন, ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খননের দায়ে ভূমি আইনে জমির মালিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।বাঘা উপজেলা প্রশাসনের পক্ষে জানাচ্ছি কোন ভাবেই অবৈধ পুকুর খনন বা জমির শ্রেণী পরিবর্তন করতে দেওয়া হবে না।

 
error: Content is protected !!