মাহাবুব আলম, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং দিনাজ-৩৭ এর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি অমজাদ হোসেন ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন মনজুর আলম তিনি ভোট পেয়েছেন ১৫৫ এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসেদুর রহমান (হাসু) তিনি ভোট পেয়েছেন ৯৫টি। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক,যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লাল মোহন রায়,সাংগঠনিক সম্পাদক পদে এজাবুউদ্দীন,অর্থ সম্পাদক বাবুল হোসেন,প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কার্যকরী পদে নির্বাচিত হয়েছেন আনারুল হক,দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত।
শুক্রবার (২২নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন পর্যবেক্ষণের দাঁয়িত্বে ছিলেন,দিনাজপুর শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রশিদ ও শ্রম কর্মকর্তা শাহীনুর ইসলাম। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনারের দাঁয়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান (জিয়া), সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক আনোয়ারুল ইসলাম ও তাজির উদ্দীন সাগর।
নির্বাচন পর্যবেক্ষণে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃত নেত্রীবৃন্দ ভোট পর্যবেক্ষণ করেন ।
উল্লেখ্য :সংগঠনটি রেজিষ্ট্রেশন পেয়ে এবারেই প্রথম ভোট প্রয়োগ করেছেন, সদস্যরা উৎসব মূখর পরিবেশে ভোটের আমেজ গ্রহণ করেছেন। সংগঠনটিতে ৮ টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এতে মোট ভোটার সংখ্যা ছিলেন ৩৭৩জন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।