রানীনগরে পারিবারিক কলহে বাবা মেয়ে ট্রেনে কাটা পরে আত্মহত্যা

লেখক:
প্রকাশ: 4 months ago

 

মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁর রানীনগর উপজেলার চকের পুল নামক স্থানে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

সোমবার (২রা নভেম্বর) সকাল ৯টার দিকে বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পরে নিহত হয় বাবা মেয়ে। নিহতরা হলেন দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুরবান(৪৫) এবং ইসমাইলের মেয়ে কুহেলী(০৭)।

প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। স্থানীয়সূত্রে জানা যায় মৃত কুরবানের স্ত্রী কিছুদিন আগে তার সংসার ছেড়ে চলে যায়। এরপর থেকে সংসারে অশান্তি লেগেই ছিলো। আজ সকালে মেয়ে কুহেলীকে নিয়ে কুরবান বাসা থেকে বের হয়। এবং সকাল ৯টার দিকে খবর পাওয়া যায় বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পরে বাবা মেয়ে মারা গেছেন। এরপর স্থানীয়রা এসে শনাক্ত করেন ট্রেনে কাটা পরে মারা যাওয়া ব্যক্তি কুরবান এবং তার মেয়ে কুহেলী।

শান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাটা পরা লাশ উদ্ধার করে। এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

 
error: Content is protected !!