রানীনগরে মরহুম মোস্তাফিজুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 days ago

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রানীনগরে মরহুম মোস্তাফিজুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫জানুয়ারি) রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

তারুণ্যের উৎসব ২০২৫ ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিলো। উক্ত খেলায় এসএসসি ব্যাচ ২০২৪ দল বিজয়ী হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো:আব্দুস সোবহান মৃধার সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরন করেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাইমেনা শারমিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শেখ নওশাদ হাসান, রানীনগর থানার অফিসার ইনচার্জ জনাব মো: তারিকুল ইসলাম, রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(অবসরপ্রাপ্ত) জনাব মো: আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

 
error: Content is protected !!