মোঃ রবিউল হোসেন খান : খুলনা: রাস্ট্রিয় পাটকল রক্ষা খুলনা, যশোর অঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ডিসেম্বর বিকাল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলস ইউনিয়ন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রিসেন্ট কারখানা কমিটির আহবায়ক মোশাররফ হোসেনর সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাস্ট্রিয় পাটকল রক্ষা আঞ্চলিক কমিটির আহবায়ক মো: শমসের আলম। এ সময় তিনি বলেন, রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় ২৬ টি পাটকল চালুর জোর দাবি জানাচ্ছি।মতবিনিময় সভা থেকে আগামী শুক্রবার স্টার জুট মিল গেটে শ্রমিক সমাবেশের কর্মসুচি ঘোষণা করা হয়। আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সকল পাটকল শ্রমিকদের স্টার জুট মিল গেটে শ্রমিক সমাবেশ সফল করার আহবান জানানো হয়। তিনি আরো বলেন, সরকারকে রাস্ট্রিয় পাটকল রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু করতে হবে। প্রতিটি মিলের শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।অবিলম্বে সরকার লিজ প্রথা বাতিল করে তা আইন আকারে প্রকাশ করতে হবে। বিগত সরকার যে ভুল সিদ্ধান্ত নিয়ে রাস্ট্রিয় পাটকল গুলো বন্ধ করেছে। এ সিদ্ধান্ত পাটকল শ্রমিকরা মানে না।বর্তমান অন্তবর্তিকালীন সরকার জনবান্ধব সরকার। ইতিমধ্যে তারা জনগনের আকাংখা পুরনের চেষ্টা করছে।বিগত শেখ হাসিনার সরকার যে ২৬ টি পাটকল বন্ধ করেছে মতবিনিময় সভায় থেকে তিনি আশাবাদ ব্যক্ত করেন এ সরকারকে পাটকল গুলো আবার রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু করবে।অবৈধ ভুল সিদ্ধান্তের কারনে রাস্ট্রিয় পাটকল গুলো উৎপাদন বন্ধ করে দেওয়ায় রাস্ট্রের বা জনগনের কোন উপকার হয় নি।বাংলাদেশে পাটকল বন্ধ হয়েছে আর ভারতে পাটকল দ্রুত বৃদ্ধি পাচ্ছে।২০১০ সালের সরকারের যে অঙ্গিকার ছিল পলিথিন বন্ধের তা ইতিমধ্যে কার্যকর হয়েছে। সুতারাং পাটকল চালু করার কোন বিকল্প নেই। পাটকল চালু হলে ৭০ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।পলিথিন বন্ধ হওয়ায় ২৬ টি পাটকল চালু করেও পাটের বস্তা,সুতা,ব্যাগ সহ পাট জাতীয় পন্যর দেশে যে চাহিদা রয়েছে সরকার তা মেটাতে পারবে না।ধানের গমের চিনির বস্তা, প্যাকেট লাগবে।রাস্ট্র যদি মনে করে কর্মসংস্থান সৃষ্টি করে আমার দেশ আত্মনির্ভরশীল হবে।তানা হলে দেশে শান্তি শৃংখলা বজায় থাকবে।নতুবা আইনশৃংখলার অবনতি ঘটবে।শেখ হাসিনা সরকার যে অবৈধ সিদ্ধান্ত নিয়েছিল আমরা আশা করি অন্তবর্তিকালীন সরকার তা বাতিল করবে।আমাদের শান্তিপুর্ন ভাবে আন্দোলন করে দাবি আদায়ের ইতিহাস আছে।সে জন্য আমরা শান্তিপুর্ন ভাবে আন্দোলন করে দাবি আদায় করবো।আর এ সরকার যদি আমাদের যৌক্তিক দাবি না মানে আগামী দিনে খুলনা যশোর অঞ্চল পাটকল রক্ষা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কঠোর কর্মসুচি ঘোষণা করে দাবি আদায় করা হবে।এ সময় রাস্ট্রিয় পাটকল রক্ষা আঞ্চলিক কমিটির আগামী দিনের আন্দোলন সংগ্রামের সাথে একমত পোষণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পিপলস জুট মিলের সাবেক সভাপতি আবু দাউদ দীন মোহাম্মাদ,প্রচার সম্পাদক ওমর ফারুক, স্টার জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মাসুম গাজী, প্লাটিনাম জুবলী জুট মিলের সাবেক সহ সভাপতি মো: আশরাফ হোসেন।এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মো: শহিদুল ইসলাম গিয়াস,যগ্ম আহবায়ক আকতার হোসেন, অলিয়ার রহমান,জাকির হোসেন, গফফার তরফদার,মো: সেলিম,শ্যামল,আবুল খায়ের,খোকন জমাদ্দার প্রমুখ।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।