জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনার সংলগ্ন কলা ভবনের সামনে অটোরিকশা দুর্ঘটনায় প্রথম বর্ষের এক ছাত্রীর মৃত্যুর হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রিকশায় এক্সিডেন্ট করলে তিনি গুরুতরভাবে আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে জাবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাকিব আল মাহমুদ শুভ, সন্ধা ৭:২৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর নাম আফসানা রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম আবর্তনের একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, “আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত ব্যাপারে মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারবো।”
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানবলেন,” একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে কথা হয়েছে। হাসপাতালে আমার সহকর্মী প্রো-ভিসি প্রশাসন গেছেন। একইসাথে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি।”
এর আগে, ২০২২ সালে সাংবাদিকতা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী পূজা মজুমদার অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পরও অটোরিকশা বন্ধের দাবি তুলেছিল শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাবে আর তা বাস্তবায়ন হয়নি।
জানা গেছে, জাবির কিছু কর্মকর্তা ও কর্মচারী এই অটোরিকশা বাণিজ্যের সাথে জড়িত। যাদের গ্যারেজ আছে এবং তারা রিকশা ভাড়া দেন। ফলে প্রশাসন উদ্যোগ নিলেও তাদের কারণে সফল হয় না।