মহানগরী সহ সারাদেশে আগামী ১৪ সেপ্টেম্বর ২৪ মহাসড়কে সকল প্রকার রিস্কা,ব্যাটারী রিস্কা,ভ্যান ও ইজিবাইক চলাচল নিষিদ্ধের দাবিতে গতকাল বিকাল ৫ টায় খুলনা মহানগর কমিটির উদ্যোগে খালিশপুর প্লাটিনাম জুবলী জুট মিলের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের মহানগর কমিটির সদস্য কোহিনুর আক্তার কনা।তিনি বলেন,আগামী ১৪ সেপ্টেম্বর বেধে দেওয়া সময় অবিলম্বে বাতিল করতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো: ইউনুসের দৃষ্টি আকর্ষন করেন।তিনি বলেন,রিক্সা,ইজিবাইক সহ গনপরিবহন গুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।আর যদি গুরুত্ব না দেওয়া হয় এই পেশার সাথে জড়িত লাখ লাখ শ্রমজীবী মানুষ এই পেশার সাথে জড়িত তারা কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে বাধ্য হবে।কারন তারা চুরি ও করছে না ডাকাতি ও করছে না।তারা একটি কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই স উদ্যোগে করে নিয়েছে।এই কর্মসংস্থানের জায়গাটি আপনাদের কেড়ে নেওয়ার অধিকার রয়েছে বলে আমরা মনে করি না।এই পেশায় যত শ্রমজীবী মানুষ আছে ও সাধারণ মানুষ নাগরিক আছেন যারা রিস্কা ও ইজিবাইকে চলাচল করেন। তাদের এই আন্দোলনে রিস্কা ও ইজিবাইক শ্রমজীবী ভাইদের পাশে দাড়াতে আহবান জানান।তাদের উপর শোষণ হচ্ছে অত্যাচার হচ্ছে।এটা একটি মানবিক বিষয়। আপনারা তাদের পাশে এসে দাড়ালে সাহস পাবে।তাহলে আমরা একটি মানবিক জাতী হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব।এ সময় বক্তব্য রাখেন খুলনা মহানগর কমিটির সদস্য আব্দুল করিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খালিশপুর থানা কমিটির আহবায়ক মো: রিপন শেখ সদস্য সচিব মো: নুর ইসলাম হাওলাদার সদস্য মো: মারুফ, মো: জামাল পাটওয়ারী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।