মো: শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; স্বপ্ন পুড়ে দিয়েছে ঋণগ্রস্থ ৫টি প্রান্তিক পরিবারের। কক্সবাজারের মহেশখালী ধলঘাটা এলাকায় লামা থেকে ভাড়ায় কাজ করা ৫টি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে ৩টি সম্পূর্ন ও দু’টি ট্রাক্টর আংশিক জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লামা ট্রাক্টর মালিক কাদের ও বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এর ফলে তাদের প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মালিকরা জানায়, মহেশখালির ধলঘাটা এলাকায় লামা উপজেলা থেকে ৫টি ট্রাক্টর ভাড়া চুক্তিতে যায়। কিন্তু সেই এলকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে লামার ট্রাক্টরগুলো পুড়িয়ে দিয়েছে। ওই সময় অন্য তিনটি স্ক্রাভেটর পুড়ে যায়। এর ফলে পার্বত্য লামার ৫টি পরিবারের স্বপ্ন দু:স্বপ্নে পর্যবসিত হলো। এরা সবাই বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্টান থেকে চড়া সুদে ঋণ নিয়ে ট্রাক্টরগুলো ক্রয় করেছেন। ব্যাংক ঋণের টাকা পরিশোধের জন্য তারা বিভিন্ন এনজিও সংস্থা থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে ঋণ নেয়। বর্তমানে তারা লক্ষ লক্ষ টাকা ঋণের কিস্তি কিভাবে পরিশোধ করতে দিশে হারা।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।