আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
হিমালয়ের পাদদেশে অবস্থান করায় শীত ও কুয়াশায় ঢাকা পড়েছে দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট।
কুয়াশায় ও কনকনে ঠান্ডায় লালমনিরহাট জেলায় গত কয়েক দিন ধরে শীত পড়তে শুরু করায় জমে উঠেছে ফুটপাতে ভ্রাম্যমাণ শীত পোশাক ব্যবসা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব স্থানে বিভিন্ন মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলা শহরের গোশালা বাজার মার্কেট, পৌর নিউ মার্কেট, উত্তরণ সুপার মার্কেট, পাটোয়ারী মার্কেট, কালীবাড়ী (পুরান বাজার) মার্কেট, শাহান শপিং কমপ্লেক্স, বিডিআর রোড মার্কেট, বড় মসজিদ মার্কেট, রেলওয়ে স্টেশন রোড মার্কেট, মিশন মোড় সেনা মৈত্রী মার্কেট ও গ্রামের বিভিন্ন হাট-বাজারে বিভিন্ন এলাকায় ফুটপাতের ওপর ও ভ্যান গাড়িতে করে বাহারি রঙের এসব শীতবস্ত্র বিক্রি করতে। এখানে গরিবদের পাশাপাশি অনেক উচ্চবিত্তকে পোশাক কিনতে আসে এসব দোকানে।
ভ্রাম্যমাণ ব্যবসায়ী জানায়, প্রতি বছরই নতুন নতুন সাজে পোশাকের ওপর পোশাক সাজিয়ে এভাবে তারা শীতের পোশাক বিক্রি করে আসছে। বিকেল হলেই এসব অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। গভীর রাত পর্যন্ত তাদের বেচাকেনা চলে। আর এসব পোশাক কিনতে নিম্ন আয়ের লোকজনই বেশি আসেন বলে ব্যবসায়ীরা জানায়।
ব্যবসায়ী নুরনবী জানায়, সাধারণত বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের পুরনো ও পরিত্যক্ত এসব পোশাক তারা ঢাকা থেকে গাইড হিসেবে কিনে আনেন। তবে এসব পোশাকের মধ্যে অনেক সময় খুবই ভালোমানের পোশাক পাওয়া যায়। তাই অনেক উচ্চবিত্তও এখান থেকে পোশাক কিনতে আসেন বলে জানায় তারা।
ভ্রাম্যমাণ ব্যবসায়ী জানান, এ বছর প্রথম থেকেই শীত শুরু হওয়ায় বেচা-বিক্রি অনেক ভালো। তার এখানে ১শত টাকা থেকে ৫শ টাকার মধ্যে শীতবস্ত্র পাওয়া যায়।
শীতের পোশাক কিনতে আসা এক ক্রেতা বলেন, অল্প দামে হামরা প্রতি বছর এটে থেকে শীতের পোশাক কিনি। শুধু নিজের জন্য নয়, দরিদ্র এসব মানুষ পরিবার ও পরিজনদের জন্যও এখানে থেকে শীতের পোশাক কিনতে দেখা যায়।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।