লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 months ago

 

আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে ১ম রংপুর বিভাগীয় সোতোকান কারাতে প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাটের নর্থবেঙ্গল মোড়ের গ্রাফিক্স পয়েন্টের সৌজন্যে সোতোকান কারাতে-দো এসোসিয়েশন রংপুর বিভাগের আয়োজনে লালমনিরহাট জেলা মার্শাল-আর্ট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশনের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা মার্শাল-আর্ট এসোসিয়েশনের সভাপতি একেএম কামরুজ্জামান-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু আশকর সিদ্দিক পরশ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান লাডলা। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশনের সহ-সভাপতি সামশির আলম ভূঁইয়া, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন। এ সময় কারাতে খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন যমুনা ক্লিনিকের পরিচালক আলাউদ্দিন আল আজাদ, লালমনিরহাট জেলা বিএনপির যুব বিষয়ক মফিজুর রহমান বাবু, লালমনিরহাট পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির। এ সময় কারাতে খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!