লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

লেখক:
প্রকাশ: 1 month ago

আব্দুস সামাদ

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ ১৭ ই নভেম্বর রবিবার সকাল ৯ ঘটিকার সময় উপজেলার ধবলসতী রহমানপুর মৌজার হাজীগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালামের বাড়ি একই উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের ললিতারহাট মৌজায়। পুলিশ সুত্রে জানা গেছে আবুল কালাম সকালে বাড়ি থেকে কামারেরহাট তার ধান ভাঙা মিলে যাওয়ার পথে হাজীগঞ্জ বাজারে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ মাস্টার এর মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে আবুল কালাম রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ওই অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
error: Content is protected !!