আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩ টায় পাটগ্রাম সাহেবডাঙা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা- পাটগ্রাম আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টুর্নামেন্টের আহ্বায়ক ও পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব সফিকার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান,উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল ( প্রধান শিক্ষক),, পৌরবিএনপির সিঃসহ সভাপতি জাহাঙ্গীর কবির শামীম,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক, যুগ্ন সম্পাদক রেজাউল কটিম রাজু, প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঠাকুরগাঁও রাণী শংকৈল ফুটবল একাডেমি বনাম পাটগ্রামের ঠাকুরপাড়া বীণাপানি যুব সংঘের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঠাকুরপাড়া বীনাপানি যুব সংঘ ১-০ ব্যবধানে ঠাকুরগাঁও রাণী শংকৈল ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যাচটি পরিচালনা করেন বাফুফের রেফারি এবি সাইদুজ্জামান বাবু ও সরকারি পরিচালক ফিরোজ এবং পলাশ।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।