শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি:
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮ ঘটিকায় বগুড়া শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের টিএমএসএস তেলের পাম্পের সামনে রাধার ঘাট নামকস্থানে বগুড়া শহরে যাওয়ার পথে রং সাইডে দাঁড়ানো ট্রাকের সাথে রকির চলন্ত মোটরসাইকেলের ধাক্কা লেগে রকি (২১) নিহত হয়। নিহত রকি উপজেলার চোপীনগর ইউনিয়নের জয়ন্তিবাড়ী গ্ৰামের পূর্ব পাড়ার বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরে যাওয়ার পথে রং সাইডে দাঁড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটলে সে ঘটনাস্থলে নিহত হয়। সে রাজাপুর পারট্রেক্স কোম্পানিতে চাকরি করত।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। নিহতের ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।