মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো: শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে বি এল কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ জানুয়ারী বিকাল ৩ টায় সরকারী বি এল কলেজের শিক্ষক সন্মেলন কক্ষে কলেজ অধ্যক্ষ প্রফেসর শেখ হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বিএল কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো : রেজাউল করিম খান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ( প্রতিমন্ত্রী পদ মর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, সরকারী বি এল কলেজের বিভিন্ন সমস্যা,সম্ভাবনা, এবং বিসিএস শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে সমাধানের বিষয়টি বিবেচনা করা হবে। প্রধান অতিথি শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষকরা অনেক বেশি সহানুভূতিশীল ও তাদের দাবির প্রতি ধৈর্য ধারন করতে হবে। এ সময় শিক্ষকরা তাদের দাবি গুলো তুলে ধরেন এবং বলেন, শিক্ষকরা তৃতীয় শ্রেণী থেকে তাদের উন্নতির দাবি জানান। কলেজটি শহরের একপ্রান্তে হওয়ায় পরিবহনে অনেক সময় ও অর্থ ব্যয়,বিজ্ঞান ভবন জরাজীর্ণ হওয়ায় আধুনিক বিজ্ঞান ভবন নির্মান ব্যবস্থা,ছাত্রদের জরাজীর্ণ হল ও আসন সংখ্যা সীমিত হওয়ায় আধুনিক মানসম্পন্ন হলের ব্যবস্থা করা,ছাত্রদের জন্য দুটি ১০ তলা ভবন সহ দীর্ঘ দিন ধরে কলেজের বেদখল হওয়া নিজস্ব সম্পত্তি প্রশাসনিক ভাবে উদ্ধারের দাবি জানান।প্রধান অতিথী শিক্ষকদের দাবি গুলো ধৈর্য সহকারে শোনেন এবং দাবি পুরনে সময় দেওয়ার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের ইংরেজি ও কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষা ও কম্পিউটারে পারদর্শী হলে সারা বিশ্বে প্রতিযোগীতায় টিকে থাকতে পারবেন।এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ আনিস আর রেজা,উপাধক্ষ্য প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ইউনিট সম্পাদক মো: মইনুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহমাদ আলী মোল্লা,প্রফেসর এস এম শাহীন, প্রফেসর মো: হাফিজুর রহমান, প্রফেসর মো: রফিকুল ইসলাম, প্রফেসর আদাফুদৌলা প্রমুখ।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।