মোঃ রবিউল হোসেন খান : খুলনা:
অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন আমরা বৃহত্তর খুলনাবাসী।আমরা বৃহত্তর খুলনাবাসী সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের।নগরীর ২৯ নং ওয়ার্ডের সিইউসি স্কুল চত্বরে আজ বিকালে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে। সিইউসি স্কুলের সভাপতি মো : শাহিন হোসেনের সভাপতিত্বে এবং আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ সভাপতি কবি সৈয়দ আলী হাকিমের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো: শাহাজাহান জমাদ্দার,মো: আতিয়ার রহমান,ইকবাল হোসেন তুহিন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মাহফুজ্জামান,মনির হোসেন, ইঞ্জিনিয়ার সেলিমুল আজাদ, ফিরোজ আহম্মেদ,মীর কাওসার মিজু,আবেদ হোসেন সোহাগ,রুহুল আমিন মিঠু,মুজাহিদ রহমান ফাইয়াদ,চিশতি মাহমুদ হাসান,এ্যাড: জিয়ারুল ইসলাম, জি এম ফারুক কচি,এম এম হাসান,কামরুল ইসলাম কচি,মনিরুজ্জামান লাভলু,আবির আল আহম্মেদ,রিয়াজুল কবির,মাসুদুল হক,মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক,নারী নেত্রী নাজমুন নাহার শিখা,জামিলা খাতুন,রাশিদা আক্তার প্রমুখ। কম্বল বিতরন অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পাদনে সহযোগিতা করেন সিইউসি স্কুলের সাধারণ সম্পাদক মো: ইমদাদ আলী,স্কুলের শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।