জহুরুল ইসলাম জপি (শেরপুর জেলা প্রতিনিধি)
শেরপুর জেলার সার্বিক উন্নয়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের কাছেও সহযোগিতা চাইলেন জেলা বিএনপির নব গঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। শুক্রবার রাতে নিজ বাসভবনে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছর শেরপুর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। বাংলাদেশের ৬৩ জেলায় উন্নয়ন হলেও অন্য সব জেলার থেকে উন্নয়ন থেকে পিছিয়ে আছে শেরপুর। আমাদের এ অবহেলিত জেলাকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতার প্রয়োজন।
হযরত আলী আরো বলেন, সব উন্নতির আগে আমাদের মানসিক উন্নতির প্রয়োজন। মানসিক উন্নতি ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। এখানকার বেশ কিছু সমস্যা রয়েছে। জেলাবাসীর প্রানের দাবী রেলপথ, মেডিক্যাল কলেজ সহ নানা সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। শেরপুর সদর উপজেলাকে সমৃদ্ধ করতে আপনারা লেখালেখি ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন। এসব লেখালেখি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।’
তিনি সাংবাদিকদের আরো বলেন, তৃণমূলকে সুসংগঠিত করার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা গণতান্ত্রিক উপায়ে সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গুলো করবো। যাতে করে যোগ্যরা মূল্যায়িত হন। শেরপুর থেকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, দখল বাজ মুক্ত সুন্দর শেরপুর গড়তে প্রশাসনসহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিএনপির এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আওয়াল চৌধুরী, বিএনপি নেতা এডভোকেট সামিউল ইসলাম আতাহার, মামুনুর রশীদ পলাশ প্রমুখ।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।