শেরপুরে অবৈধ যান চলাচল বন্ধে যৌথ অভিযানে ১৬ মটর সাইকেল আটক

লেখক:
প্রকাশ: 2 months ago

 

জহুরল ইসলাম জপি, (শেরপুর জেলা প্রতিনিধি)

শেরপুরে সেনাবাহিনী ও ট্রাফিক
পুলিশ( ৪)নভেম্বর দিবাগত মধ্য রাত পর্যন্ত শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় ওই অভিযান চালানো হয়। ওই রাতে১৬টি মটর সাইকেল আটক ও ৩০টি মামলা দায়ের করা হয।অভিযানে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজ পত্র তল্লাশি করা হয় চালকদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০ টি মামলা করা হয় এছাড়াও লাইসেন্স বিহিন ১৬ টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়াও ১৪ টি মোটরসাইকেল চালককে বিভিন্ন অংকের অর্থ জরিমানা করা হয়েছে এ বিষয়ে শেরপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন সেনাবাহিনীর ও পুলিশ বাহিনী সড়কে চলাচল রত বিভিন্ন যান বাহনে কাগজপত্র তল্লাশি শুরু করেছে অভিযানে প্রায় (৩০) টি মামলা দায়ের করা হয়েছে। সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় শেরপুরে এই অভিযান অব্যাহত থাকবে, অভিযানে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজ্বর তাওসিফ বিন হাসান সহ সেনা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!