জহুরুল ইসলাম জপি
শেরপুর জেলা প্রতিনিধি:
"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি"। "বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ নভেম্বর) সোমবার দুপুরে শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর বেসরকারি (এনজিও) প্রতিষ্ঠান ও দুর্বার নেটওয়ার্ক শেরপুর জেলা শাখার যৌথ আয়োজনে জেলা সিভিল সার্জন অফিসের সামনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার সভাপতি সাজেদা পারভীন ঝিনুকের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক লুৎফুল কবির।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোরের আলো মহিলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মুন্নি বেগম, আদিবাসী সমাজ কল্যাণ সংস্থার (ইডি) তাপস বিশ্বাস, বিসমিল্লাহ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী কুসুম বেগম, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়ক বিধান বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের উপর যে শারীরিক মানসিক নির্যাতন হয়, স্কুল কলেজের মেয়েদের যৌন হয়রানি করা হয় এসব বিষয় নিয়ে স্কুল কলেজ ও সাধারণ মানুষকে সচেতন করতে হবে। এছাড়া নির্যাতনের অন্যতম কারণ বাল্যবিবাহ ও যৌতুকের নারীদের মারধর করা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা আরও বলেন, নারী নির্যাতন প্রতিরোধ গড়তে সকলের এগিয়ে আসতে হবে নিজ নিজ জাইগা থেকে কাজ করতে হবে। তবেই নারী নির্যাতন প্রতিরোধ করা যাবে।
এসময় র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন মহিলা সংস্থার সদস্য ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।