জহুরুল ইসলাম জপি
শেরপুর জেলা প্রতিনিধি-ঃ
শেরপুরে ১১ নভেম্বর বুধবার দুপুরে জেলা বিএনপির কর্যালয়ে জেলা কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন এ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক জনাব হযরত আলী। এ সময় বিভিন্ন উপজেলা, ও ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মিলনে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ হজরত আলী বলেন, ফ্যাসিবাদী চক্র এখনো ষড়যন্ত্রে লিপ্ত তাই দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে , তিনি আরো বলেন তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীকে দলের ভাবমূর্তি রক্ষায় কাজ করার আহ্বান জানান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সকল কাজে সহযোগিতা করার কথা স্বরণ করিয়ে দেন।তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা ঘোষনা করেন, এই ৩১ দফা বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা,ওয়ার্ড,ইউনিয়ন এবং আপামর জনতার কাছে পৌঁছে দিতে হবে,যাতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা সক্ষম হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।