শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: 3 months ago

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে( ১৫) জানুয়ারি বুধবার বিকেলে শেরপুর জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর
জেলা বিএনপির সাবেক, সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলর আহ্বানে।

শেরপুর পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা শহর প্রদক্ষিণ শেষে থানা মোড় গিয়ে মিছিলটি শেষ হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা শ্লোগান দেন। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সংস্কার চাই, আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই ইত্যাদি শ্লোগানে মুখরিত করে মিছিলে আসা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

পরে স্থানীয় থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে
জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব,
সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন,
সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 
error: Content is protected !!