শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ পরিবার পেলো শীতবস্ত্র

লেখক:
প্রকাশ: 1 week ago

জহুরুল ইসলাম জপি

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭ শতাধিক কম্বল বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন। আজ ২৫ ডিসেম্বর ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ঝিনাইগাতী রক্তসৈনিক’র উপদেষ্টা জাহিদুল হক মনির, রক্তসৈনিক ঝিনাইগাতী শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক, সোহাগ আহাম্মেদ সহ অন্যান্য রক্তসৈনিক সদস্য ও স্থানীয় ভলান্টিয়ার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া জানান, প্রতি বছরে আমরা সংগঠন থেকে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এবার আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 
error: Content is protected !!