শেরপুরে বিএনপি নেতা ও আইন কর্মকর্তাদের সংবর্ধনা

লেখক:
প্রকাশ: 3 weeks ago

 

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলা বিএনপির নতুন কমিটি ও নতুন আইন কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছেন জেলা আইনজীবী সমিতি। আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হজরত আলী, সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান, সরকারি প্রসিকিউটর (জিপি)খন্দকার মাহবুবুর আলম (রকিব),নারী ও শিশু আদালতের পিপি আশরান্নাহার রুবী।
সভাপতিত্ব করেন শেরপুর আইনজীবি সমিতির সভাপতি এড.সিরাজুল ইসলাম।সঞ্চালনায় ছিলেন আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড.এ,এইচ,এম নূরে আমল হীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ জহিরল কবির,জেলা প্রশাসক তরফদার মাহমুদর রহমান,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড সুলতান মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়াসহ বিচারক ও অসংখ্য আইনজীবি।

 
error: Content is protected !!