জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর পৌরসভার সবজরখিলা বউ বাজারে বৈদুতিক সর্ট সার্কিট থেকে ২০ নভেম্বর বুধবার রাত ৭:৩০ মিনিটের সময় মোঃশিউলি চৌধুরীর বাসায় আগুন লাগে তারপর আগুনের তীব্রতা এতই বেড়ে যাই যে পার্শ্বের টিন সেটের ছয়টি বাসা পুড়ে যায় । বাসা গুলোর ভাড়াটিয়াদের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। স্থানিয় লোকজন আগুন নিভানোর চেষ্টায় ব্যার্থ হয়ে শেরপুর সদর ফায়ার সার্ভিসকে জানালে তারা দুইটি ইউনিট আপ্রাণ চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মোঃ নাসিম এর তথ্য সূত্রে জানা যায় মালিক এবং ভাড়াটিয়াদের ক্ষতির পরিমান প্রায় বিশ লক্ষ টাকা।যথা সময়ে ফায়ার সার্ভিসের লোক আসায় ক্ষতি কম হয়ছে বলে জানা যায়। ফায়ার সার্ভিস ইন্সপিক্টর মোঃ নাসিম এসব তথ্য নিশ্চিত করেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।