জহুরুল ইসলাম জপি
শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় আসাদুল হোসেন (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। (১৮ নভেম্বর) সোমবার সকালে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা পূর্ব মাদরাসাপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। আসাদুল হোসেন ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আসাদুল হোসেন দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। দেশের বিভিন্ন এলাকায় ডাক্তারও দেখিয়েছে তার পরিবার। তবে সে সুস্থ হয়নি। রবিবার রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষে নিজের শয়ন কক্ষে শুয়ে পড়ে আসাদুল। সোমবার ভোরে ঘরে বাঁশের ধন্যার সাথে আসাদুল হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আসাদুল হোসেনের লাশ উদ্ধার করে নকলা থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, সে মানসিক ভারসাম্যহীন ছিল।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।