শেরপুরে ২১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

জহুরুল ইসলাম জপি :
শেরপুর জেলা প্রতিনীধি

শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার ৮ ডিসেম্বর ভোররাতে নকলা উপজেলার শহরের হলপট্টি মোড়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে মো. নয়ন (২২), তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে মো. রাছেল (২৪) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)।

আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের নকলা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদকের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রের খবর পেয়ে আমরা এই তল্লাশি চালাই এবং একটি সিএনজি থেকে ২১ কেজি ওজনের গাঁজার ১০টি প্যাকেট উদ্ধার করি। সেইসাথে মাদকদ্রব্য পরিবহন ও বিক্রির সাথে জড়িত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাচার করে এই গাঁজা শেরপুরে বিক্রি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 
error: Content is protected !!