হাবিবুর রহমান বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ, বশেমুরবিপ্রবির নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদীন জিহান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম বাবু।
নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় তারা উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ৩ মাসের জন্য গঠিত এই কমিটিতে প্রয়োজনবোধে অন্যান্য পদে সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারবে নির্বাচিত নেতৃত্ব।
গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের লক্ষ্যে গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মো সুহেল রানাকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী কাব্বিরুল আল কমন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।
বিগত কমিটির সাধারণ সম্পাদক সাইম মিয়া জানান, পূর্বের কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে সবার প্রশ্ন থাকায় ঐ প্রশ্নবিদ্ধ কমিটি গত ২১ নভেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়৷ পরবর্তীতে আমরা আমাদের সংগঠনের মেসেঞ্জার গ্রুপে আলোচনা করে তিন বর্ষ থেকে তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করি। আমরা চাই সংগঠনে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পাক। এরপর থেকে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আসলে কোনো প্রকার দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা কম।
নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন জিহান বলেন, শেরপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির পাশাপাশি শেরপুর জেলাকে রিপ্রেজেন্ট করাই আমাদের লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের মাঝে শেরপুর জেলাকে তুলে ধরতে চাই।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, শেরপুর জেলা থেকে আসা সকল শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতা করার প্রত্যয়ে কাজ করে যাবো আমরা৷ সকলের সহযোগিতা চাই।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।